sk mohosin_vai Hussain    đã tạo một bài báo mới
34 Trong ·Dịch

(কোন এক গায়রত ওয়ালা পুরুষের লেখা। প্রতিটা পুরুষের চিন্তা যদি এমন হয়ে যেতো 🙂)

আমি বহু চিন্তার পর যেটা খুজে পেয়েছি-

একজন অর্ধাঙ্গিনীর নিজ স্বামীর ঘর ব্যাতিত পৃথিবীর আর কোন কিছু করার প্রয়োজন নেই।
যেটা কোন পর পুরুষের সাথে সম্পৃক্ত ❗

আমি একজন গায়রত ওয়ালা পুরুষ ।
আমার গায়রত আকাশচুম্বী শুধুমাত্র আমার স্ত্রীর জন্য ইনশাআল্লাহ।

যাইহোক মূল আলোচনায় পা বাড়ায় -
আমার জন্য সেই একমাত্র যথেষ্ট হবে
যার পৃথিবীর ভিন্ন কোন চাহিদা নেই, যার স্যাোশাল মিডায়র কোন আগ্রহ নেই। যে দ্বীনের গণ্ডির ভিতরে থেকে তার নিজ জীবন পরিচালনা করবে।
এমন একজন ডিজার্ভ করি!

আর আমি শুধুমাত্র আমার জীবনসঙ্গী তালাস করিনা আমার সন্তানদের জন্য ভালো একজন মা-ও খুঁজে থাকি।

সারাজীবন নিঃস্ব সঙ্গতায় কেটে যাক তবু পর পুরুষ ওয়ালার জবানবন্দী মানুষ আমার জীবনে না আসুক 💔

আর এমন না পেলে আমি জীবনে গ্রহণও করব না হয়তো।

আসলে মূলত আমি এমন একজন ডিজার্ভ করি যে আমাকে ছাড়া পৃথিবীর অদ্বিতীয় কিছু বুঝবে না!
এবং আমি উনাকে আমার সর্বস্ব দিয়ে হলেও দ্বীনের পূর্ণতা বজায় রাখব ইনশাআল্লাহ 🤲

একজন দ্বীনদার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ নেয়ামত। কথাটি ছোট হলেও এর তাৎপর্য ব্যাপক।
একজন নারীর সংস্পর্শ ছাড়া পুরুষের জীবনের পরিপূর্ণতা আসে না।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)

🖋️ محمد ابو هريره بن رفيق | #qwqw

(কোন এক গায়রত ওয়ালা পুরুষের লেখা। প্রতিটা পুরুষের চিন্তা যদি এমন হয়ে যেতো ?) <br>  <br> আমি বহু চিন্তার পর যেটা খুজে পেয়

(কোন এক গায়রত ওয়ালা পুরুষের লেখা। প্রতিটা পুরুষের চিন্তা যদি এমন হয়ে যেতো ?)

আমি বহু চিন্তার পর যেটা খুজে পেয়

(কোন এক গায়রত ওয়ালা পুরুষের লেখা। প্রতিটা পুরুষের চিন্তা যদি এমন হয়ে যেতো ?)

আমি বহু চিন্তার পর যেটা খুজে প?