Only one ৫৫ টন - শায়েখ আহমাদুল্লাহ্
বন্যা পরিস্থিতিতে রান্না করার সুযোগ থাকে না। এজন্য আমরা শুরুতে শুকনো খাবার দিয়ে থাকি। আমাদের এবারের শুকনো খাবারের প্যাকেজে অন্যান্য উপকরণের সঙ্গে রয়েছে খেজুর।
শুকনো খাবার হিসেবে খেজুর নির্বাচন করার কারণ হলো, খেজুরের পুষ্টিগুণ অনেক, দীর্ঘ সময় পর্যন্ত খিদে নিবারণ করে এবং সহজ সংরক্ষণযোগ্য।
বৃহত্তর নোয়াখালী প্রবাসী অধ্যুষিত এলাকা। তাদের খাদ্যাভ্যাসের প্রতি লক্ষ রেখে আমরা যথেষ্ট উন্নত জাতের খেজুর সংগ্রহ করেছি।
দুই ধাপে ৫৫ টন খেজুর সংগ্রহ করা হয়েছে। প্রথম ধাপে ৩০ টন জাইদি খেজুর এবং দ্বিতীয় ধাপে ২৫ টন উন্নত জাতের তিউনেসিয়ান ডেগলেট নূর খেজুর সংগ্রহ করা হয়।
Beğen
Yorum Yap
Paylaş
Iftekhar Rahat
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?