🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری