জীবনের ঝুঁকি নিয়ে এমন সব স্থানে হেলিকপ্টার অবতরণ করেছি আমরা, যেখানে স্বাভাবিক ভাবে অবতরণ করার কোনোই সুযোগ নেই। আমাদের প্রত্যাশা ছিলো একটি জীবনকেও যদি রক্ষা করতে পারি, এটিই আমাদের সফলতা। আর তাই তো বন্যায় আটকেপড়াদের উদ্ধার করতে পেরে পাইলট নাফিস সাহেবের তৃপ্তির হাসি।
নোট: বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ দিতে ভাড়া করুন প্রবাসীর হেলিকপ্টার।
Synes godt om
Kommentar
Del