তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয়। আমি তোমাকে প্রচন্ড মিস করি। তোমার কন্ঠ শোনার অপেক্ষায় থাকি। এই অনুভূতি গুলো আমাকে জানান দেয় আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভীষন ভালোবাসি।
আমি চাই তোমার প্রতি আমার এই ভালবাসার স্থায়িত্ব হোন অনন্তকাল। তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে যেও, আমায় শুধু রেখে দিও তোমার বুকের বাম পাশে পাখি। আমার একজীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই।
Beğen
Yorum Yap
Paylaş