মানুষ সামাজিক জীব। সামাজিক হতে হলে পরোপকারী হতে হবে। একজন অন্যজনের বিপদে এগিয়ে আসা, পাশে দাঁড়ানো, সহমর্মী হওয়া, শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করাই মনুষ্যত্ব।
পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলংকার। মহান আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানবজাতির কল্যাণের
Antor Ahmed
"তুমি যেভাবেই এগোও, ধীরে হলেও চলতে থাকো। কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।"
"সফলতা রাতারাতি আসে না, আসে অধ্যবসায়, ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমে।"
"আজকের কষ্টই আগামীকালকে গড়ে তোলে। তাই কষ্টকে ভালোবেসে পথ চলাই হলো জীবনের মূলমন্ত্র।"
Deletar comentário
Deletar comentário ?