হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।
তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা — বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী।
এর কারণ কি?
কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় — বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে।
এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। ভুল-ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।
Tycka om
Kommentar
Dela med sig