32 میں ·ترجمہ کریں۔

জীবন হলো একটি চলমান যাত্রা। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ। হতাশ না হয়ে প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে নিন। আত্মবিশ্বাস আর ধৈর্য আপনাকে সফলতার পথে এগিয়ে নেবে। অন্যের ভালো কাজকে সম্মান করুন, নিজেও ভালো কাজের জন্য চেষ্টা করুন। নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যান, সফলতা আপনার হাতছানি দেব।