দরজা খুলল একজন মধ্যবয়স্ক ভদ্রলোক৷ এর ছবিই ঋতিকা ফেসবুকে দেখিয়ে বলেছিল, এটা উৎপলের বড়োমামা৷ না, ভদ্রলোক একেবারেই এডিটিং অ্যাপ ব্যবহার করেন না৷ ফেসবুক প্রোফাইলে যেমন দেখতে লাগছিল, সামনেও তা-ই৷ দুপুরবেলা বাড়িতে দুজন অপরিচিত লোক দেখে একটু অবাক হয়েই বললেন, আপনারা?
সুশোভন বলল, ‘আমি উৎপলের বন্ধু, মামা, ও আছে?’ মামার চোখে তখনও বিস্ময়-মাখানো অবিশ্বাসী দৃষ্টি৷ সুশোভন ল্যাংটোবেলার বন্ধুর মতো একটু বেশিই আপন হয়ে বলল, বদমাশটা কি আমায় ডেকে এখন নিজেই বেপাত্তা হল নাকি?
মামা এতক্ষণে একটু নিশ্চিন্ত হলেন যেন৷ ভাগনা নিজেই ডেকেছে বন্ধুকে বলেই হয়তো আন্তরিকতার সঙ্গে বললেন, ‘আরে না না, কোথাও যায়নি, এই তো লাঞ্চ করে শুয়ে আছে৷ আসলে ও কদিনের জন্য এখানে আছে, তার কারণ বাড়িতে বসে কাজে কনসেনট্রেইট করতে পারছে না৷ ওর জেঠু, জেঠিমা বড়ো জ্বালাচ্ছে৷ তাই বাড়িতে কাউকে জানায়ওনি তেমনভাবে৷ এসো তোমরা, ভিতরে বোসো, ওকে ডেকে দিচ্ছি৷
Md Shakil
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?
Iman Ali
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?