নিজেকে হারায়ে যদি খুঁজি নতুন করেএকটু খানি ঠাঁই দিও তোমার শহরে”
প্রিয়, তুমি যেমন আমার হৃদয়ের সুর, তেমনি আমার জীবনের ছন্দ। তোমার প্রেমে হয়েছি আমি অবিরত অন্ধ।
তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক অসীম স্বপ্ন, যেই স্বপ্ন আমি কোনো দিন ভাঙতে চাই না। তুমি আমার জীবনের শুরু এবং শেষ।
নিঃশব্দে চাঁদের আলোয়, তোমার চোখের মায়ায়।মনের গভীর চার কোণে, থাকে শুধু ভালোবাসার ছায়া।
কলংক অলংকার করে গলাতে পরিতে হয়,কলংক যার নাহি সয়,এই জগতে প্রেম করা তার উচিত নয়।
Read Less
Мне нравится
Комментарий
Перепост