রফিক মিয়া একদিন তার ক্ষেতের ধান কাটতে গেল। কিন্তু হঠাৎ মাথায় এল, কেন না দারুণ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা যায়? তাই তিনি ইন্টারনেটে দেখে একটি রোবট-কীটনাশক কিনে আনলেন। রোবটটি ক্ষেতের মাঝে চলতে শুরু করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা ধান গাছের বদলে তার সারা ক্ষেতের ফুল ও মাটির স্তুপ খেয়ে ফেলল! রফিক মিয়া রাগে এসে বললেন, “এটা কী রোবট, মাটির মাগুর!” তার পাশের কৃষক এসে বলল, “আচ্ছা, রফিক ভাই, এটা কি আগের থেকে একটু বেশি ‘হাইজিনিক’ হয়ে গেছে?” রফিক বললেন, “হ্যাঁ, কিন্তু প্রযুক্তি কি এমন খাবার খাবে!?
ধন্যবাদ
Giống
Bình luận
Đăng lại