ভুতের গল্প:পার্ট ৩
সেই রাতের ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। রাজু আর তার বন্ধুরা যে যার মতো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তবে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি তাদের তাড়া করে ফিরত। বিশেষ করে শুভ্র, যে কিনা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, প্রায়ই দুঃস্বপ্ন দেখত।
একদিন বিকেলে, শুভ্র রাজুকে ফোন করে বলল, "দোস্ত, আমার মনে হয় আমাদের আবার সেই বাড়িতে যাওয়া উচিত।"
রাজু প্রথমে রাজি হতে চায়নি। সে এখনও সেই রাতের কথা ভুলতে পারেনি। কিন্তু শুভ্রর জোরাজুরিতে এবং তাদের মনে জমে থাকা কিছু অমিমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে শেষ পর্যন্ত রাজি হলো।
পরের দিন সকালে, রাজু আর শুভ্র আবার সেই পুরনো জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। দিনের আলোয় বাড়িটি শান্ত ও নীরব দেখাচ্ছিল। রাতের সেই ভয়ংকর রূপ যেন কোথাও মিলিয়ে গিয়েছিল।
তারা সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করল। সবকিছু তেমনই ছিল, শুধু ধুলোর স্তরটা আরও পুরু হয়েছে। তারা সেই ঘরটিতে গেল যেখানে তারা ডায়েরিটা খুঁজে পেয়েছিল। ডায়েরিটা তখনও সেখানেই পড়ে ছিল।
Mst Jannat
১. প্রত্যেকটি আদম সন্তা ন স্বভাবধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে।
২. মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মনোবাক্যে তাঁর নিকট দোআ করবে।
৩. রোগমুক্তির মালিক একমাত্র আল্লাহ; কোন পীর-ফকীর বা সাধু-সন্ন্যাসী নয়।
৪. আল্লাহর পথের নির্ভীক সৈনিকেরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না।
৫. মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে। এর মাধ্যমে আল্লাহ তার ঈমানের মযবূতী পরখ করেন।
৬. হক্বের বিজয় অবশ্যম্ভাবী।
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?