#গভীর রাত #
🌹🌹🌹🌹
গভীর রাত, নিঝুম চারিদিক,
বাতাসে কাঁপে পাতা, স্তব্ধ সব দিক।
আকাশে তারার মেলা, চাঁদের আলো স্নান,
মনে জাগে কত কথা, হারানো দিনের গান।
দূরে কোথাও কুকুরের করুণ ডাক,
নিস্তব্ধতা ভেঙে যেন দেয় এক ঝাঁক।
ঝিঁঝি পোকার একটানা সুর বাজে,
স্মৃতির পাতায় কত ছবি আজও সাঁজে।
এই গভীর রাতে, একা জেগে রই,
হারানো দিনের স্মৃতিগুলো যেন হাতছানি দেয় কই।
যা কিছু হারিয়ে গেছে, যা কিছু আর নেই,
গভীর রাতের নীরবতায় শুধু মনে পড়ে সেই।
Gefällt mir
Kommentar
Teilen
Rashid
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Alom123
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?