,,,রাত,,,
গভীর রাতের আঁধার, শান্ত স্নিগ্ধ বাতাস,
যেন স্বপ্নিল এক জগৎ, লুকানো কত আভাস।
পৃথিবী তখন ক্লান্ত, দিনের কোলাহল শেষে,
একান্তে ডুবে থাকে নীরবতার দেশে।
জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো,
ঘুমন্ত শহরের বুকে আঁকে মায়াবী এক ভালো।
রাস্তার ল্যাম্পপোস্টগুলো নীরবে দাঁড়িয়ে,
তাদের আলোয় যেন এক অন্য ভুবন গড়ি।
হৃদয়ের গভীরে লুকানো কথা যত,
এই নীরব রাতে যেন জেগে ওঠে শত।
না বলা অনেক ব্যথা, না পাওয়া দিনের স্মৃতি,
গভীর রাতের সঙ্গী, এরাই দেয় স্বীকৃতি।
মনে হয় যেন সময় থমকে গেছে আজ,
নেই কোনো তাড়া, নেই কোনো কাজের সাজ।
শুধু আমি আর এই রাতের নিস্তব্ধতা,
এক গভীর নীরবতায় ভরে মন ও কথা।
দূরের তারাদের মিটিমিটি হাসি,
যেন কোনো গোপন কথা যায় তারা ভাষি।
এই রাতের রহস্য, এই রাতের গভীরতা,
মনের মাঝে জাগায় এক অন্যরকমের কথা।
Md Foysal
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
Nattogriho Theatre
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?