, #বৃষ্টি, #
বৃষ্টি নিয়ে কিছু শিশিরবিন্দু? বেশ, ভাবনার জগতে ডুব দিলে তো অনেক শিশিরকণা খুঁজে পাওয়া যায়।
বৃষ্টির পরে ভেজা ঘাসে চিকচিক করে ওঠা শিশিরবিন্দুগুলো যেন প্রকৃতির মুক্তোহার।
পাতার কিনারে জমে থাকা ছোট্ট জলকণাগুলো আলো পড়লে হীরের মতো ঝলমল করে।
ভোরের হালকা বাতাসে শিশির ভেজা ঘাস ছুঁয়ে গেলে স্নিগ্ধ অনুভূতি হয়।
বৃষ্টি থেমে গেলে গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি তার কান্না থামিয়ে মুক্তো ছড়িয়ে দিয়েছে।
শিশির ভেজা ফুলের পাপড়িগুলো আরও রঙিন আর প্রাণবন্ত লাগে।
Мне нравится
Комментарий
Перепост