একদিন সোনালী দেখল বনের ধারে একটি ছোট্ট আহত পাখি ছটফট করছে। তার ডানায় আঘাত লেগেছিল। সোনালী সঙ্গে সঙ্গে পাখিটিকে তুলে নিল এবং তার বাড়িতে নিয়ে এল। সে খুব সাবধানে পাখির ডানা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। কয়েক দিন ধরে সোনালী পাখির খুব যত্ন নিল, তাকে খাবার দিল এবং তার সাথে কথা বলল।
Gefällt mir
Kommentar
Teilen