ধীরে ধীরে পাখিটির ডানা সেরে উঠল। একদিন সোনালী পাখিটিকে আকাশে উড়িয়ে দিল। পাখিটি কিছুক্ষণ উড়ে এসে আবার সোনালীর হাতের উপর বসল, যেন ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে আকাশে ডানা মেলে উড়ে গেল।
এরপর থেকে যখনই সোনালী বনে যেত, পাখিটি এবং তার বন্ধুরা এসে সোনালীর চারপাশে ঘুরঘুর করত। সোনালী তাদের সাথে গল্প করত আর তারা আনন্দে গান গাইত। গ্রামের মানুষজন সোনালীর এই বিশেষ ক্ষমতার কথা জানত এবং তারা সবাই তাকে খুব ভালোবাসত।
Suka
Komentar
Membagikan