সময়ের অজস্র পাতা ঝরে গেছে এতদিনে
শিউলি ফুলের মতন কথার ফুলগুলি ছড়িয়ে
পড়েছে মাটিতে
একা একা বসে আছি ঝরা পাতার নিঃসর্গে ।
যদি কোন গোপন রত্রিতে
একটি পাখি এসে বসে এই বাগানে
তাকে আমি নিয়ে যেতাম আমার
চেতনার প্রত্যান্ত প্রদেশে -ভালোবেসে।
##rashid#
إعجاب
علق
شارك