আমার হাতে বসো এসে, ভালোবাসার টানে,
যেন দুটি হৃদয় বাঁধা একই বন্ধনে।
তোমার ছোট ছোট চাওয়া, ফল আর দানা,
পূরণ করি আমি, নেই তো কোনো মানা।
তোমার শান্ত স্বভাব আর স্নিগ্ধ পরশ,
আমার জীবনে আনে নতুন হরষ।
তুমি আমার খেলার সাথী, নীরব observer,
তোমার ভালোবাসা যেন এক অমূল্য ঐশ্বর্য।
এই ছোট্ট টিয়া আমার, প্রাণের চেয়েও দামি,
তোমার সাথে জড়িয়ে আছে আমার যতখানি আমি।
কেমন লাগলো এই কবিতাটি? তুমি চাইলে আরও কিছু বিশেষ দিক যোগ করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোকে কবিতায় তুলে ধরতে।
Synes godt om
Kommentar
Del