আমার ময়না টিয়া, একটুখানি দুষ্টু,
কখন কী করে বসে, থাকে মনটা ত্রস্ত।
লাফিয়ে বেড়ায় খাঁচায়, করে নানান কাণ্ড,
যেন ছোট্ট এক রাজা, মানে না তো দণ্ড।
কখনও সে ঠোঁট দিয়ে খোলে খাঁচার দ্বার,
করে তোলে সারা বাড়িময় হুলুস্থুল কাণ্ডকার।
বইয়ের পাতা ছিঁড়ে ফেলে, ফুলের টবে দেয় জল,
তার দুষ্টুমিতে মাঝে মাঝে হই আমি ব্যাকুল।
তবে যখন সে এসে বসে আমার কোলে,
Tycka om
Kommentar
Dela med sig