32 w ·übersetzen

তার চোখে আমি দেখি এক মুক্ত জীবনের আশা।
হয়তো একদিন সে উড়বে আকাশে ডানা মেলে,
তখনও আমার ভালোবাসা রবে তার সাথে মিশে।