আমার ভালোলাগায় সেও যেন খুশি হয়,
ছোট্ট ডানায় নেচে ওঠে, আনন্দ ধরায়।
কষ্ট হলে আমার, সেও চুপ করে রয়,
যেন তারও চোখে জমে বেদনার সঞ্চয়।
আমাদের মাঝে গড়ে উঠেছে এক নীরব সেতু,
যেখানে ভাষা লাগে না, বোঝে মন অনুভূতিহেতু।
তার পালকের স্পর্শে পাই আমি নির্ভরতা,
যেন ছোট্ট একটি বন্ধু, আমার সকল দুর্বলতা।
সে আমার দিনের আলো, রাতের তারা,
আমার ছোট্ট সংসারে সে এক অমূল্য ধারা।
Gusto
Magkomento
Ibahagi