তথ্যটি পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে, তবে আরও বাস্তব উদাহরণ যোগ করলে পাঠকের বুঝতে সুবিধা হতো এবং বিষয়টি আরও গ্রহণযোগ্য হতো।
এক যে রাজা আর রানী তাদের কোনো সন্তান হতোনা তাই তারা একটা সন্তান পালক আনে তারা লালন পালন করে লেখাপড়া করায় হঠাৎ একদিন দেখে তার সন্তান অনেক অসুস্থ কবিরাজ আনে কিন্তু কোনো কাজ হয়না হঠাৎ সে মারা যায় বুঝতে পারে না তার কি হয়ে ছিল পরে এক দরবেশ আসে সে একটা খাবার দেয় রানীকে খাইতে সে খায় কিন্তু সে জানতোনা এটা যে সন্তান খেলে সন্তান হবে তারপর সন্তান হলো তারা সুন্দর ভাবে বাচতে থাকে