গল্প: শেষ চিঠি
রাতের নিঃস্তব্ধতা ভেঙে বারান্দায় বাতাসে উড়ছে এক টুকরো কাগজ। রিয়া চিঠিটা পড়ছে বারবার। চিঠিতে লেখা —
“রিয়া, জানি তুমি রাগ করেছো। কিন্তু যাওয়ার সময় আর সুযোগ পাইনি। এই শহর ছেড়ে চলে যাচ্ছি, না-ফেরার পথে নয়, কিন্তু দীর্ঘদিনের জন্য। তোমার হাসিটা যেন ভুলে না যাই, তাই রেখে যাচ্ছি এই ছবি আর চিঠি। ভালো থেকো। — আরিফ।”
রিয়ার চোখে জল, ঠোঁটে এক ফোঁটা হাসি। সময় হয়তো আরিফকে নিয়ে গেছে দূরে, কিন্তু চিঠিটা রেখে গেছে তার হৃদয়ে এক অদৃশ্য আলো।
সে চিঠিটা বুকের কাছে চেপে ধরে। অন্ধকার রাতটা আর একা নয়, স্মৃতির আলোয় জ্বলজ্বল করছে।
#sifat10
Мне нравится
Комментарий
Перепост