29 안에 ·번역하다

দুই বছর আগে কথা আমি নবম শ্রেণির সমাপনী পরীক্ষা দি নাই।ওখানে একটা ছেলে আমাকে পছন্দ করত।আমি তাকে পছন্দ করতাম না। আমি যখন পরীক্ষা দিচি ওই ছেলে টা মনে করছে আমি স্কুল আর পড়ব না। তখন ওনি আমাদের বাসায় আমার কিছু বান্ধবী পাঠায়। তারা আমাকে ও কথা বলছে।আমি তাদেরকে বলছি আমি আর পড়ব। পরীক্ষা পরে আমি আবার একদিন স্কুলে গেলাম তখন আমি জানতে পারি ওনি ও স্কুলে যায় না। আমি আবার স্কুলে যাওয়া শুরু করলাম। একদিন ওনি কার জানি থেকে শুনছে আমি স্কুল যা তখন ওনি ও স্কুলের চলে আসে আমি ওকে চিনতে পারি নাই কালো হয়ে গেচে তাই।❣️❣️❣️❣️❣️❣️❣️❣️