| নেশা |
নেশা মানুষের কত ধরণেরই না হয়;
কারো টাকার নেশা, কারো জুয়া, কারো নারী। অথচ দেখ, আমার নেশা তোমায় দেখা। শুধুই তোমায় দেখা!
ছোঁয়ার নেই, পাওয়ার'ও নেই। কারণ– আমি জানি তুমি আমার নও।
হ্যামিলনের বাঁশির সুরের মতো তোমার চোখ যখন যেভাবে আমায় পাগল করে, মন তক্ষুনি বলে, মানুষ এত মায়াবী হয় কিভাবে?
বই : অপেক্ষার স্তূপ
লেখক : সেলিম হাসান
বইছবি: সংগৃহীত
Me gusta
Comentario
Compartir