বরিশাইল্লা ভাষায় প্রেমের কবিতা
আত ধরি যন টানো আঁরে টান যে লাগে কইলজার ঘরে , মুছি যায় বেক মান অভিমান হেঁচ লাগে তন গলার স্বরে।
ও সুন্দরী,! কও চাই হুনি যদি হিরিত কইত্তে চাও, চোখ দি যন কিছু কই লাল ওই কিল্লাই হিরি যাও?
গড়াই হড়ে গাঙ্গের হানি চাই লও হেই জোয়ার ভাডা, ভূঁই ও হেই গাঙ্গের মত আইবার আগে ধর আঁডা।
হিরিত যদি না থায় তই কিল্লাই আইযো হিরি, চাইতে বুঝি কষ্ট বেগুণ কেন্নে আঁরে ধইচ্ছে ঘিরী?
নাকি কাঁডা গা'ত নুনের চিডা
