32 میں ·ترجمہ کریں۔

সিরিজ গল্প : ১৩ তম দরজা

🕯️ অধ্যায় ১: ‘ঘড়ির কাঁটা থেমে গেল’

ঘড়ির কাঁটা রাত ঠিক ১টা বাজতেই থেমে গেল। অর্ণব চমকে উঠল—তার দেওয়ালের পুরনো ঘড়িটা ঠিক এক বছর আগে এই সময়েই নষ্ট হয়েছিল। অথচ আজ, বহুদিন পর সেটি আবার টিক-টিক করছে।

ঘড়ির কাচের নিচে একটা দাগ ভেসে উঠল—লালচে রঙের, যেন কারও আঙুলের ছাপ।

অর্ণব জানে, সে একা আছে। কিন্তু ঘরে যেন কারও নিশ্বাস পড়ছে। বাতাস ভারী, সময়ের কণাগুলো থেমে আছে।

হঠাৎ একটা মৃদু শব্দ—টক… টক… টক।

সে তাকাল দরজার দিকে। বাড়ির পুরোনো ১৩ নম্বর কক্ষের দরজা, যেটা অনেক বছর ধরে বন্ধ। আজ যেন সেটা অল্প একটু ফাঁক হয়ে আছে।

দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে কেউ তাকিয়ে আছে—অর্ণব নিশ্চিত।

এখন শুধু প্রশ্ন একটাই:
কে সেখানে, আর সে কী চায়?

#sifat10