32 ш ·перевести

সিরিজ গল্প: ১৩ তম দরজা

🕯️ অধ্যায় ২: “১৩ নম্বরের চিঠি”


অর্ণব দরজার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। বাতাস ঠাণ্ডা, যেন পুরোনো দেয়ালগুলোও তার গতিবিধি দেখতে পাচ্ছে। দরজার নিচ দিয়ে কিছু একটা গড়িয়ে পড়ল।

একটা খাম।

হাত কাঁপছিল, তবুও সে খামটা তুলে নিল। সাদা খামে কালো কালি দিয়ে লেখা:

“অর্ণব, তুমি কি ভুলে গেছো আমায়?”

অর্ণব চমকে উঠল। লেখা অদ্ভুতভাবে পরিচিত। সে হাতড়ে মনে করতে চেষ্টা করল—এটা কার লেখা?

খামের ভেতরে ছিল একটি পুরোনো ছবি—ছবিতে অর্ণব আর আরেকটি ছেলে দাঁড়িয়ে আছে, স্কুল ড্রেসে। কিন্তু... সমস্যা হলো, অর্ণব কখনই কাউকে নিয়ে এমন ছবি তুলেনি।

আরেকবার খেয়াল করতেই বুঝল—ছবিতে থাকা ছেলেটা একটু ঘোলাটে, যেন কোনোভাবে অদৃশ্য হতে চাইছে।

পিছনে লেখা তারিখ: ১৩ জানুয়ারি, ২০১৩।
আর নিচে কেবল একটা শব্দ—“ফিরে এসো।”

অর্ণবের মনে হলো, সে সময়ের ভুলে যাওয়া এক দরজা খুলে ফেলেছে, যেটা বন্ধ থাকারই কথা ছিল।

এখন সে শুধু জানে—এই খেলা শুরু হয়ে গেছে।


#sifat10