শূন্য মনটা পূর্ণ করতে চাই ভালোবাসা, তাইতো আজ সব ছেরে তোর কাছেতেই আসা।
তুই আমার আঁধার ঘরের শেষ আলোর ছটা, করে রাখিস আমায় তোর কপালের কালো ফোটা।
তোর জন্য ছেরেছি আমি অতীত বর্তমান, ভালবেসে দিস শুধু একটু সম্মান।
তোরে পাওয়ার নেশায় তর ভুলেছি দোষ সব, কত ভালবাসি তোরে জানে স্বয়ং রব।
সারাক্ষণ ইচ্ছে করে জড়াই তোরে বুকে, বাকি জিবন বাঁচতে চাই তোকে নিয়েই সুখে।।
