#পর্ব-২: “ঝড়ের রাতে”
কয়েক মাস কেটে গেছে। রাহুল আর নীলার সংসার চলছে আগের মতোই, ভালোবাসায় ভরপুর। হঠাৎ এক রাতে প্রবল ঝড় ওঠে। বিদ্যুৎ চলে যায়, ফোনের নেটও কাজ করে না। চারদিক অন্ধকার, বাইরে শুধু ঝড়ের গর্জন।
নীলা একটু আতঙ্কিত হয়ে পড়ে। সে ছোটবেলা থেকেই ঝড়-বাদলে খুব ভয় পায়। রাহুল সঙ্গে সঙ্গে তার হাত ধরে, বলে, “আমি আছি, ভয় কিসের?”
দুজন মোমবাতি জ্বালিয়ে বসে থাকে একসঙ্গে। রাহুল গল্প বলতে থাকে—পুরোনো দিনের, ছেলেবেলার, এমনকি ওদের প্রথম দেখা হওয়ার গল্পও। নীলা
پسند
تبصرہ
بانٹیں