বীরত্বের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (৮বিএন) এর সাহসী সদস্য নায়েক দেবাশীষ ঘোষও আবুল কালাম আজাদ
১৪ মে ২০২৫, বুধবার দুপুর ১২:৩০ মিনিটে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজায় চোরাই মোটরসাইকেলসহ একজন চোরকে আটক করেন তিনি। দায়িত্ব পালনকালে চোরটি নায়েক দেবাশীষ ঘোষকে বাঁ হাতে চার-পাঁচ জায়গায় কামড়ে আহত করে। তবুও তিনি দৃঢ় সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চোরটিকে সফলভাবে কাবু করেন এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ন্যায় প্রতিষ্ঠা ও জননিরাপত্তা রক্ষায় তাঁর এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। আমরা নায়েক দেবাশীষ ঘোষের দ্রুত সুস্থতা কামনা করি এবং তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
সালাম ও শ্রদ্ধা প্রতিটি নির্ভীক প্রহরীর প্রতি যারা নীরবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন।




tamimahmod123
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
tamimahmod123
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟