32 w ·Traduire

আমাদের মা-বাবা যেমন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পরিচালনা করেছেন সেও তো তার ছেলেকে পরিচালনা করেছেন তা সত্ত্বেও কেন বৃদ্ধাশ্রম গুলিতে দিন দিন ছেলের বাবা মাকে যেতে হয়। নিজের বাবা মায়ের মতো করে দেখতে পারি না। আমরাও তো একদিন শাশুড়ি হবো। সন্তানের মা হবো। এই সত্যটা কী ভাবে এরিয়ে যেতে পারি আমরা। আমরা তাদের সাথে নিষ্ঠুর ব্যবহার করবো আর ভবিষ্যতে ভালো কিছু আশা করবো সেটা তো হয় না। আমরাও তো পারি তাদেরকে মায়ের মতো ভালবাসা দিতে। প্রতিটা সংসারে কথা কাটাকাটি, ঝগড়া টুকটাক লেগে থাকে। হতেই পারে শাশুড়ি মা আর বৌমার ঝগড়া। তা বলে কি মেয়ে মায়ের থেকে কি দূরে সরে যাবে। আমাদের কুমন্ত্রণায় স্বামীরা বাধ্য হয়ে ব্যভিচারী হয়ে ওঠে, কোন সময় সে তার বাবা মায়ের সাথে ঝগড়া করা আলাদা হয়ে যাওয়া বা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, এটা কি যুক্তিযুক্ত, তোমার সাথে এরকম ঘটনা যখন ঘটবে সেটা কি তুমি মন থেকে মেনে নেবে কখনোই না তাহলে আমরা কেন? কেন তাদের দূরে সরিয়ে দেবো। একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত কোন ছেলেই কিন্তু তার বাবা মাকে আলাদা করতে চায় না শুধুমাত্র বউয়ের অন্যায় আবদারটা বাধ্য হয়ে তাকে রাখতে হয়। কেননা সে যদি তার আবদারটা না রাখে তাহলে হয়তো আমরা স্বামীর সংসারটা ছেড়ে চলে যাবো, ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে বা তোমাকে ভালোবেসে বাধ্য হয়, সে তার বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য। কিন্তু এটা কি আদৌ ঠিক।