সনাতন রাজি হয়নি পূর্ণিমার কথায়। এই কদিনেই মেয়েটার প্রতি কি এক অদ্ভুদ টান অনুভব করছে সে। মনে হচ্ছে তাকে না দেখলে সনাতন বাঁচবেনা। তাকে কিছুতেই তাকে নিজের থেকে সরিয়ে ওতো দূরে রেখে আসতে পারবেনা।
আর রইলো সুতপা! ওপরে গিয়ে তাকে কি জবাব দেবে সনাতন? সে বলবে না যে মা মরতে একটা মাসও মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলে না? দিয়ে এলে আমার বাপের বাড়ি? তখন? কি জবাব দেবে সনাতন?
তাছাড়া আরও একটা ব্যপার আছে। ওদের অবস্থা সনাতনের চেয়েও খারাপ। সুতপার পরে আরও দুটি মেয়ে আছে তিনকড়ির। পয়সার অভাবে তাদের পাত্রস্থ করা যাচ্ছেনা। এমতাবস্থায় সেখানে অলকানন্দাকে রেখে আসা উচিত নয়
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন