ওখানেও তো বুকের দুধ পাবেনা, আর টিনের খাবারের যা দাম! এই আট দিনেই সনাতনের পকেটে টান পড়েছে। ধার করতে হয়েছে তাকে। তিনকড়ির একেই বেহাল দশা, তারপরে এই বাড়তি ঝামেলা সে নেবে কেন! সে যদি মুখের ওপরে বলে, বিবাহিত মেয়ের সন্তান পালান তো বাপের কাজ নয়! তখন! তবে সুরমা যদি এখানে এসে থাকে তাহলে অবশ্য সবটা সামলে নিতে পারবে সনাতন।
‘
Synes godt om
Kommentar
Del