32 안에 ·번역하다

অলোকানন্দার অন্তর্ধান" সম্পূর্ণ ভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য লেখা হয়েছে। মানুষের জীবন খুঁড়ে তুলে আনা এই গল্পে এসেছে যৌনতা, নিষিদ্ধ শব্দ, ভাবনা, অপরাধ এবং আরও অন্যান্য মানবিক দিক। অপরিণত পাঠকদের জন্য এই গল্প নয়।
আমি আশাবাদী পাঠক আমার লেখা বাকি চরিত্রদের মতো অলোকানন্দাকেও আপন করে নেবেন। তাহলে চলুন শুরু করি "অলকানন্দার অন্তর্ধান"।