32 که در ·ترجمه کردن

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর কেবল কিয়ামতের দিনই তোমাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম হবে। আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। -(সূরা আলে ইমরান, ৩:১৮৫)।