সবুজ পাতায় ভোরের কুয়াশা,
জলকণারা গায় নীরব ভাষা।
দোয়েল ডাকে তালগাছ ছুঁয়ে,
রোদ এসে নামে নদীর বুকে।
পাহাড় বলে — “আমি স্থির সাহস,”
নদী হাসে — “আমার চলার পাশে।”
আকাশ ভরে নীলের ছবি,
মেঘেরা খেলে ছায়ার রবি।
ফুলেরা খুলে রঙের বই,
মৌমাছি গায় মধুর সুর লই।
বাতাস আসে সুরভি বয়ে,
প্রকৃতি যেন কবিতায় রয়।
ঝর্ণা ঝরে গানের মতো,
পাখিরা সুরে বাঁধে জীবন ছোটো।
এই ধরণী — শান্তির ধ্বনি,
প্রকৃতির মাঝে চিরকাল গগনি।
##rashid#
tamimahmod123
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?
tamimahmod123
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?