"জীবন একটি পরীক্ষা, প্রতিটি কষ্ট একটি প্রশ্ন, আর ধৈর্য ও বিশ্বাস সেই প্রশ্নের উত্তরের নাম। মানুষ যখন হার মানে, তখন সে নিজের সীমাবদ্ধতা নয়, নিজের সাহসকেই অস্বীকার করে। তাই কষ্ট যতই হোক, বিশ্বাস রেখো—আল্লাহ সব কিছু দেখছেন, শুনছেন এবং তিনি কখনো তাঁর বান্দার ধৈর্য বৃথা যেতে দেন না। সময় মতো তিনি উত্তম প্রতিদান দেন, যেটা হয়ত তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে—তোমার প্রতিটি অশ্রু ছিলো তোমার ভবিষ্যতের ফুল ফোটানোর পানির মতো।"
hanif ahmed Romeo
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?