যে আয়নাটি ভেঙ্গে টুকরো টুকরো করেছ, সেটি ছিল আমার স্বপ্ন। যে ছায়াতে তুমি ক্লান্তি দূর করতে, ওটা ছিল আমার ভালবাসা।
আষাঢ়ের মেঘ থেকে নিয়ে এসে যে রঙ পরিবর্তন করলে, ওটা তোমারই ছলনা।
যে বাদলে আজ উল্লাসে স্নান করছো, ওটা আমার নীরব কান্না।
যার হাত ধরে আজ নতুন স্বপ্ন দেখছো, ওটা আমারই বেদনা।