##কাঁটা দেখে ফুল তুলতে ভয় পেও না ; দুঃখ ছাড়া সুখ কখনো লাভ করা যায় না।“ যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন ।” -আল্লামা ইকবালএকটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তাঁর অধস্তন বা তাঁর থেকে নিম্নমানের ব্যক্তিদের সাথে তাঁর ব্যবহারের মধ্যে দিয়ে।যে মানুষ জীবনে কখনো অকৃতকার্য হয় নি, সে কখনো সম্পদশালী হতে পারে না।
Gusto
Magkomento
Ibahagi