##জীবনের সব রাস্তা কখনো বন্ধ হয় না ,… একটা বন্ধ হলে আর একটা ঠিক খুলে যাবে।পৃথিবীতে তারাই সব থেকে বেশি দুর্ভাগ্যবান যাদের কোন প্রকৃত বন্ধু নেই।একটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তাঁর অধস্তন বা তাঁর থেকে নিম্নমানের ব্যক্তিদের সাথে তাঁর ব্যবহারের মধ্যে দিয়ে।যে মানুষ জীবনে কখনো অকৃতকার্য হয় নি, সে কখনো সম্পদশালী হতে পারে না।
إعجاب
علق
شارك