##হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা; সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।“আপনি যদি কোনকিছু ভালোভাবে করতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন।” – বিল গেটসএকটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে, ততদিন সে জ্ঞানী থাকে,আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে।গরিব হোক বা ভিকারী তাদের কে নিয়ে কখনো খারাপ সমালোচনা করতে নেয় ,কারণ গরিব হতে বেশি সময় লাগে না।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری