আমায় অসহায় করে রেখে গেলে? আমাকে একা করে রেখে গেলে?আমাকে নিঃস করে গেলে?
কিন্তু একবারও বুঝলে নাহ্,আমি চাইলে অনেক আগেই তোমাকে ছেড়ে যেতে পারতাম।তোমাকে ছেড়ে যাওয়ার অনেক অপশন আমারও ছিলো।কিন্তু আমি বেইমান নাহ্😎,তাই তুমি ধোকা দিচ্ছো যেনেও তোমার সাথেই ছিলাম।কিন্তু আমি বোকা না। তাই আমি বিশ্বাসঘাতক কে ও বিশ্বাস করেছিলাম।।
Synes godt om
Kommentar
Del