১০ মিনিটের আবেগ মাগো
৫ মিনিটের সুখ,
কে তুমি মা, দেখতে দিলানা
এ-ই সুন্দর পৃথিবীর মুখ ,
জোর করে আসিনি তো
তোমার শরিরে আমি ।
পৃথিবীতে সন্তান নাকি
মায়ের কাছে দামী ।
তবে কেনো সুখের ভুলে আমায় পেটে নিলা,
সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা ।
একদিন ঠিকই আসবে তুমি আমার কাছে মাগো ,
কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো ।
আমি তো মা বেঁচে গেছি,
বেঁচে গেছে মান ।
নয়তো মোরে, বলতো লোকে অবৈধ সন্তান ।
একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে ,
কলঙ্কের ভয়ে আবার আমায় ছিড়ে ফেলে দিলে ।
তোমার মাও করতো যদি তোমার সাথে এমন ,
বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন!!
(সুতরাং, বেপর্দা শিক্ষিত মেয়ের চেয়ে, পর্দানশিন অশিক্ষিত মেয়ে কে বিয়ে করাই উত্তম)😭😭😭🙏🙏🙏



hanif ahmed Romeo
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
sifat123456
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
shohidul22
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?