তোমাকে “ ভালোবাসি ” বলতে আজ বড্ড ইচ্ছে করছে জানো!
কিন্তু কি করবো বলো..? মানুষ চলে যাওয়ার সাথে সাথে যে সব অধিকার বোধও নিয়ে চলে যায় নিজের সাথে।
আচ্ছা এই যে তোমার এতো এতো অভিমা'ন, তার পর শত সহস্র অভিযো'গের পসরা সাজিয়ে বিদায় নেয়া..! এসব তো মি'থ্যেও হতে পারতো, বলো..???
আসলে কি বলো তো?? থেকে যেতে চাওয়া মানুষ চলে যেতে চাইলে ও তাঁকে জোর করে রেখে দেয়া যায়। কিন্তু যে ইচ্ছে করেই চলে যেতে চায় বিভিন্ন বাহা'নায় ; তাকে ধরে রাখে কার সা'ধ্যি বলো? সে ক্ষ'মতা যে কারোর নেই।
তবুও কম চেষ্টা করি নি তোমায় আক'ড়ে ধরে রাখতে..! যাকে একবার ভালোবাসা যায় তাকে কি এতোটাই সহজে ছেড়ে দেয়া যায় বলো??? “মানুষ টা কখনো আমার হবে না”, মন যে এ কথা মানতে চায় না কখনোই।
মাঝে মাঝে বুকের ভেতরটা বড্ড হা'হাকার করে ওঠে..!
তাতে কি বলো? শেষ বেলায় আমিও না পেরে তোমায় মুক্ত করেই দিয়েছি।
কিন্তু তবুও বড্ড আ'ফসো'স হয় জানো?
মনের কোণে বারবার একটা প্রশ্নই উঁ'কি ঝুঁ'কি মারে, “ কেন পারলাম না আর কিছুটা সময় তোমায় নিজের করে ধরে রাখতে? কেন অন্য সব গল্পের মতো পূর্ণ'তায় ঝল'মলিয়ে উঠলো না তোমার আমার আমরা হয়ে ওঠার গল্প??? ”
আচ্ছা খুব কি ক্ষ'তি হতো তুমি আমার হয়েই থেকে গেলে? তোমায় চাওয়াটা কি বড্ড বেশিই
চাওয়া হয়ে গিয়েছিলো আমার?
জানি! উত্তর পাবো না। কারণ সব প্রশ্নের
উত্তর পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি।

hanif ahmed Romeo
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?