পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার মৌসুম চলছে। এটি পুরো বছরে খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায়। তবে ফল প্রেমী বাঙালির কাছে এই সময়টুকুই যথেষ্ট। জাম খেতে ভালোবাসেন না, এমন মানুষ কমই আছে। উপকারী এই ফল আমাদের শরীরের জন্য নানাভাবে কাজ করে। তবে জাম খাওয়ার পর এর বীজ ফেলে দেন সবাই। কিন্তু আপনি জানেন কি, এই জামের বীজ আমাদের জন্য কতটা উপকারী? জানলে এরপর থেকে আর বীজ ফেলে দেবেন না। চলুন জেনে নেওয়া যাক-