##আজকের দিনে বাবা-মায়ের দুইটি দুশ্চিন্তা তাদের ছেলে মেয়েদের নিয়ে, প্রথমটি হচ্ছে তাদের ছেলে কি ডাউনলোড করছে আর অন্যটি তাদের মেয়ে কি আপলোড করছে।আমি আবার বেশি খাইতে পারিনা। এইতো সন্ধায় এক থালা ভাত, তারপর চা। আবার রাত ১০ টায় এক থালা ভাত। আবার রাত দুইটায় এক থালা ভাত। এক থালা ভাত ছাড়া বেশি কিছু খাইনা।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন