##স্কুলের টাইমে ভুল করে অন্য ক্লাসে ঢুকে পড়লে এমন মনে হত যেন অন্য গ্রহে চলে এসেছি! আর অন্য কেউ ভুল করে আমাদের ক্লাসে ঢুকে পড়লে মনে হত এলিয়েন চলে এসেছে !!এক মহিলা আর এক মহিলাকে বললেন, ‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনও ব্যবসা আছে। তাই না? দ্বিতীয় মহিলা: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।
お気に入り
コメント
シェア