##সে আমাকে প্রতিদিন বলতো যে আমরা পালিয়ে যাব আজ ও পালিয়েছে শুধু আমাকে নিতে ভুলে গেছে।”-Google লিখেছিলাম রিলেশনশিপে যেতে চাই!
-উওরে আসলো Welcome to বাঁশ বাগান!
-এইটা কোনো কথা!দাদুঃ কিরে, তোর স্কুলের স্যার আমাকে রাস্তায় দেকে অজ্ঞান হয়ে গেল কেন?? নাতিঃ এক সপ্তাহ স্কুলে যাইনি, স্যার জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম দাদু মারা গেছে !!“না আসে কারো call না আসে কারো Message বুঝি না এটা Phone ব্যবহার করছি না calculator …”আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেক জনের মোবাইল চার্জে দেয়া।স্ত্রী : তোমার বন্ধু যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে সে বড় দজ্জাল। বারণ করো।
স্বামী : কেন করবো ? সে কি আমায় বারণ করেছিল ?
Kao
Komentar
Udio
Sabbir Ahammed
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?